সুগন্ধি মেখে মেয়েদের বাড়ীর বাইরে যাওয়া আর পুরুষদের মাঝে চলাফেরা করা

সুগন্ধি মেখে মেয়েদের বাড়ীর বাইরে যাওয়া আর পুরুষদের মাঝে চলাফেরা করাঃ আজকাল আতর, সেন্ট, স্নো, পাউডার ইত্যাদি নানা প্রকার সুগন্ধি মেখে মেয়েরা ঘরে-বাইরে পুরুষদের মাঝে ব্যাপকভাবে চলাফেরা করছে। অথচ মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এ বিষয়ে খুব কঠোরভাবে সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, “পুরুষেরা গন্ধ পাবে এমন উদ্দেশ্যে আতর বা সুগন্ধি মেখে কোন মহিলা যদি পুরুষদের মাঝে … Read more

পুরুষদের লেবাসের শর্তাবলী

১। লেবাস যেন নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ অবশ্যই আবৃত রাখে। যেহেতু ঐটুকু অঙ্গ পুরুষের লজ্জাস্থান। (সহীহুল জামে হা/ ৫৫৮৩) ২। এমন পাতলা না হয়, যাতে ভিতরের চামড়া নজরে আসে। ৩। এমন আঁট-সাট না হয়, যাতে দেহের উঁচু-নিচু ব্যক্ত হয়। ৪। কাফেরদের লেবাসের অনুকৃত না হয়। ৫। মহিলাদের লেবাসের অনুরূপ না হয়। ৬। জাঁকজমকপূর্ণ প্রসিদ্ধিজনক … Read more

পরিপূর্ণ পর্দা না করার পেছনে অধুনা মুসলিম নারীদের ৯টি অজুহাতের জবাব

অজুহাত- ১ “হিজাবের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি এখনো পুরোপুরি নিশ্চিত নই।” জবাবঃ ১. এই অজুহাত যিনি দেখান, তাঁকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি ইসলামের সত্যতার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত? তাহলে স্বাভাবিকভাবেই এর উত্তর হবে, “হ্যাঁ”। কারণ, তিনি এই ঘোষণা দিয়েছেন যে “লা ইলাহা ইল্লাল্লাহ” অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য উপাসনার যোগ্য নয়। এর মানে তিনি … Read more

নারীদের হিজাব ফ্যাশন বনাম ইসলাম

নারীদের হিজাব ফ্যাশন বনাম ইসলাম : ============================= মুসলিম নারীরা হিজাব পরিধান করে সত্য, ন্যায়, পরিমার্জিত, শালীন, সুন্দর ও কল্যাণময় অবস্থান ধরে রাখার মাধ্যমে আল্লাহর হুকুম পালন করে আসছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বর্তমানে আমাদের দেশে নামাযীর সংখ্যা বাড়ালেও যেমন বাড়েনি আল্ল¬াহকে ভয় করে নামায পড়ার মতো মানুষের সংখ্যা, তেমনি হিজাব পরিধানকারীর সংখ্যা বাড়লেও আল্লাহকে … Read more

বিপরীত লিঙ্গের বেশভূষা অবলম্বন হারাম এবং এ সম্পর্কিত একটি হাদিসের ব্যাখ্যা

নিম্নোক্ত হাদিসটির ব্যাখ্যা জানতে চাই: ইবনে ‘আব্বাস রা. বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম পুরুষ হিজড়াদের উপর এবং পুরুষের বেশধারী মহিলাদের উপর লা’নত করেছেন। তিনি বলেছেন, “ওদেরকে ঘর থেকে বের করে দাও।” ইবনে ‘আব্বাস রা. বলেছেন: নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম অমুককে বের করেছেন এবং ‘উমর রা. অমুককে বের করে দিয়েছেন। [সহিহ … Read more

পুরুষের নারীর বেশ ধারণ এবং নারীর পুরুষের বেশ ধারণ প্রসঙ্গে।

بَاب الْمُتَشَبِّهُونَ بِالنِّسَاءِ وَالْمُتَشَبِّهَاتُ بِالرِّجَالِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ‏.‏ تَابَعَهُ عَمْرٌو أَخْبَرَنَا شُعْبَةُ‏.‏ ৫৮৮৫. ইবনু ‘আববাস হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি … Read more

অতিরিক্ত দামীও নয় আবার ছেড়াফাটাও নয় বরং মধ্যম মানের পোশাক পরা উচিৎ

প্রশ্ন : ইসলামের দৃষ্টিতে বেশি দামি-কম দামি পোশাক পরিধানের ক্ষেত্রে কোনো নিয়ম আছে কি? উত্তর :- পোশাক পরার ক্ষেত্রে একটি ইসলামী নিয়ম হল, খুব দামী পোশাকও নয় আবার খুব জীর্ণ-শীর্ণ পোশাকও নয় বরং সমাজের সাথে সঙ্গতি রেখে পরিষ্কার-পরিচ্ছন্ন মধ্যম মানের পোশাক পরিধান করা। বেশী দামী পোশাক পরলে মনে অহংকার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। গরীব মানুষ … Read more

মহিলাদের মুখমণ্ডল কি পর্দার অন্তর্ভুক্ত

প্রশ্ন: মহিলাদের মুখমণ্ডল কি পর্দার অন্তর্ভুক্ত? উত্তর: এ বিষয় সঠিক কথা হল, মহিলাদের মুখমণ্ডল পর্দার অন্তর্ভুক্ত। সুতরাং তা পরপুরুষদের সামনে ঢাকা ফরজ। এ মর্মে দলীল হল, ১. আল্লাহ তা‘আলা ইরশাদ করেন, ﴿ يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ قُل لِّأَزۡوَٰجِكَ وَبَنَاتِكَ وَنِسَآءِ ٱلۡمُؤۡمِنِينَ يُدۡنِينَ عَلَيۡهِنَّ مِن جَلَٰبِيبِهِنَّۚ ذَٰلِكَ أَدۡنَىٰٓ أَن يُعۡرَفۡنَ فَلَا يُؤۡذَيۡنَۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا ٥٩ ﴾ … Read more

মহিলাদের সুগন্ধি ও আতর ব্যবহারের হুকুম কি

মহিলার রূপ ও সৌন্দর্যের সাথে সুগন্ধি হল স্বামীর মন আকৃষ্ট করার জন্য আজব যাদু। ঘরে একাকিনী অথবা কেবল মহিলাদের মাঝে থাকলে সেন্ট্ ব্যবহার তার জন্য বৈধ। স্বামীর জন্য ব্যবহার করা বিধেয়। গোলাপের সৌন্দর্যের সাথে সৌরভের মিলন না থাকলে গোলাপের কদর থাকে না। এ জন্যই স্বামী-সোহাগিনী স্ত্রীদের কাছে সেন্ট্ অতি প্রিয় জিনিস। মহিলা আতর ব্যবহার করবে … Read more

স্বলাতের সময় টুপি না পরা

স্বলাতের সময় টুপি না পরা স্বলাতের সময় টুপি না পরা জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ﷺ)-এর স্বলাত- এর অংশবিশেষ শায়খ মুযাফফর বিন মুহসিন অনেক মুছল্লীকে দেখা যায় গোঁড়ামী করে টুপি পরে না। এমনকি উন্মুক্ত মাথায় স্বলাত আদায় করে। এটা নিঃন্দেহে সৌন্দর্যের খেলাপ। রাসূল (ﷺ) টুপি পরেছেন মর্মে কোন সহিহ হাদীছ পাওয়া যায় না। কারণ তিনি পাগড়ী … Read more

স্বলাতের সময় লুঙ্গি, প্যান্ট গুটিয়ে নিয়ে স্বলাত আদায় করা

স্বলাতের সময় লুঙ্গি, প্যান্ট গুটিয়ে নিয়ে স্বলাত আদায় করা স্বলাতের সময় লুঙ্গি, প্যান্ট গুটিয়ে নিয়ে স্বলাত আদায় করা জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ﷺ)-এর স্বলাত- এর অংশবিশেষ শায়খ মুযাফফর বিন মুহসিন অধিকাংশ মানুষই টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে পরে থাকে। এই নোংরা স্বভাবের বিরুদ্ধে হাদীছে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও কোন গুরুত্ব নেই। যারা মুছল্লী তারা শুধু স্বলাতের সময় … Read more

চারপাশের যা অবস্তা চোখ দিয়ে ধর্ষণ হচ্ছে অহরহ। বাইরে বের হওয়ার আগে শরয়ী পর্দা করুন

চারপাশের যা অবস্তা চোখ দিয়ে ধর্ষণ হচ্ছে অহরহ। বোনদের জন্য দলিল ভিত্তিক উপদেশ **** বাইরে বের হওয়ার আগে শরয়ী পর্দা করুন। কারণ মহান আল্লাহ্‌ বলেন, {يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلاَ يُؤْذَيْنَ وَكَانَ اللهُ غَفُوراً رَحِيماً} অর্থাৎ, হে নবী! তুমি তোমার স্ত্রীগণকে, কন্যাগণকে ও … Read more

পোশাকের কারণে জাহান্নামী

একটু চিন্তা করুন ও সতর্ক হন ___________________________________ পোশাকের কারণে জাহান্নামী >> পুরুষঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তিন প্রকার লোক এমন রয়েছে, – যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, – কেয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, – তাদেরকে পবিত্র করবেন না বরং, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।” আমি (আবু হুরাইরা) বললাম, হে আল্লাহর রাসুল! তারা … Read more

পর্দা মানেই পরাধীনতা নয়। পর্দা মানে নিরাপত্তা।

বিড়ালের সামনে মাছ রেখে তারপর বলে-এই বিড়াল মাছ কিন্তু খাবি না !! তার মানে মেয়েরা (__?__) Open করে হাটবেআর ছেলেদের বলবে দেখবি না। শেয়ালে ভরা জঙ্গলে মুরগি কে ছেড়ে দিয়ে যদি বলে শেয়াল মুরগি না খেয়ে নিজের মানসিকতা বদলাতে !! সেটা কি আদৌ সম্ভব ?? কখনো সম্ভব না। কারণ শেয়ালকে বানানো হয়েছে মুরগির প্রতি দূর্বলতা … Read more

পোশাক পরিচ্ছদ সংক্রান্ত ভুল-ভ্রান্তি

পোশাক পরিচ্ছদ সংক্রান্ত ভুল-ভ্রান্তি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া ইসলাম একটি পূর্ণাঙ্গ আদর্শ। জীবনের সকল ক্ষেত্রে ইসলামের দিক-নির্দেশনা রয়েছে। পোশাক-পরিচ্ছদের বিষয়েও ইসলামের মৌলিক দিক নির্দেশনা  রয়েছে। এ নিবন্ধে পোশাক-পরিচ্ছদ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চাই। এ সম্পর্কে সমাজে যেসব ভুলভ্রান্তি ও শিথিলতা লক্ষ করা যায় তার পিছনে বিভিন্ন কারণ রয়েছে।  গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই : ১. অজ্ঞতা … Read more

সাদা দাড়ি বা চুল রং করার ব্যাপারে শরী’আতের বিধান কি

প্রশ্ন: সাদা দাড়ি বা চুল রং করার ব্যাপারে শরী’আতের বিধান কি? উত্তর: সাদা দাড়ি বা চুল রং করা সুন্নাত। তবে কালো রং করা নিষিদ্ধ। রাসূল (স) বলেছেন, ‘নিশ্চয়ই ইহূদী, নাছারারা (চুল-দাড়ি) রং করে না। সুতরাং তোমরা তাদের বিপরীত কর’ (বুখারী হা/৫৮৯৯; মুসলিম হা/২১০৩; মিশকাত হা/৪৪২৩)। অন্য বর্ণনায় রয়েছে, ‘তোমরা সাদা চুলকে পরিবর্তন কর, তবে কালো … Read more

পুরুষদের জন্য হাতে বা নখে মেহেদী মাখা শরী‘আতসম্মত হবে কি?

প্রশ্ন (৩১/৩১১) : পুরুষদের জন্য হাতে বা নখে মেহেদী মাখা শরী‘আতসম্মত হবে কি? উত্তর : সৌন্দর্যের জন্য পুরুষদের হাতে-পায়ে মেহেদী ব্যবহার করা জায়েয নয় (ইবনু হাজার, ফৎহুল বারী হা/৫৮৯৯-এর ব্যাখ্যা দ্রঃ)। কারণ মেহেদী এক ধরনের রঙ। আর পুরুষদের জন্য রঙ ব্যবহার করা নিষিদ্ধ। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, জেনে রাখো যে, পুরুষদের খোশবূ এমন, যাতে সুগন্ধি আছে … Read more

আমাদের দেশে বর্তমানে শুধুমাত্র কিছু নির্দিস্ট ধরনের পোশাককেই ‘সুন্নাতী পোশাক’ বলা হয়,এটা কি সাহিহ???

আমাদের দেশে বর্তমানে শুধুমাত্র কিছু নির্দিস্ট ধরনের পোশাককেই ‘সুন্নাতী পোশাক’ বলা হয়,এটা কি সাহিহ??? আমাদের দেশে বর্তমানে ‘সুন্নাতী লেবাস’ বলে এক ধরনের বিশেষ কাটিং ও বিশেষ পরিমাণের লম্বা কোর্তা পরিধান করা হচ্ছে। প্রচার করা হচ্ছে যে, এই হচ্ছে সুন্নাতী পোষাক। আর এ সুন্নাতী পোষাক যে না পরবে সে ফাসিক বলে বিবেচিত হবে এবং এমন লোক … Read more