কেউ যদি হারাম রিলেশন থেকে ফিরে আসতে চায় তখন অপরজন বলে ; ওয়াদা ভঙ্গ করা যায় না,কারো মন ভাংগা মসজিদ ভাংগার সমান

কেউ যদি হারাম রিলেশন থেকে ফিরে আসতে চায় তখন অপরজন বলে ; ওয়াদা ভঙ্গ করা যায় না,কারো মন ভাংগা মসজিদ ভাংগার সমান ইত্যাদি।এর জবাবে সে কি বলতে পারে?

উত্তর : এগুলো বাজে কথা। প্রবৃত্তি পুজারীদের কথা। এসব কথার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। আল্লাহ যা হারাম করেছেন তা থেকে ফিরে আসলে তাওবা করলে আল্লাহ খুশি হন। আর মন রক্ষার যুক্তি দেখিয়ে হারাম কাজ চালু রাখলে শয়তান খুশি হয়। আপনার কার খুশি দরকার?
রাসূল সা. বলেন, “স্রষ্টার নাফরমানী করে সৃষ্টির কারো কথা মানা যাবে না।” (তিরমিযী)
…..Shaikh Abdullah Al Kafi