আমরা কেমন মুসলিম?

?আমরা জানি দাড়ি কেটে ছোট করে ফেলা হারাম,
?তারপরও দাড়ি কেটে ফেলি ।

?আমরা জানি, (ছেলেদের) টাখনুর নিচে কাপড় পড়া হারাম,
?তারপরও টাখনুর নিচে কাপড় পড়ি ।

?আমরা জানি নামাজ না পড়লে মুসলিম থাকা যায় না (কুফুরী),
?তারপরও নামায পড়ি না ।

?আমরা জানি পর্দা না করা হারাম,
?তারপরও পর্দা করি না ।

?আমরা জানি, সিনেমা দেখা হারাম,
?তারপরও সিনেমা দেখি ।

?আমরা জানি, গান শুনা হারাম,
?তারপরও গান শুনি ।

?আমরা জানি নেশাজাতীয় দ্রব পান করা হারাম,
?তারপরও আমরা নেশাজাতীয় দ্রব পান করি ।

?আমরা জানি বিয়ের আগে ছেলে-মেয়েদের অবৈধ সম্পর্ক হারাম,
?তারপরও ছেলে-মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করি ।
?আমরা জানি ইসলামের নাম দিয়ে মিথ্যা পীর মুরীদির ব্যাবসা হারাম,
?তারপরও কেন মিথ্যা বলি ।

?আমরা জানি (সময় নষ্ট করে  আন্তর্জাতিক) খেলা দেখা হারাম,
?তারপরও খেলা দেখি ।

?আমরা জানি, বেগানা নারীর দিকে তাকিয়ে থাকা হারাম,
?তারপরও বেগানা নারীদের দিকে তাকিয়ে থাকি ।

❎আমরা জানি, এসব কিছু হারাম । এর পরিণতি জাহান্নাম ।
❎এরকম অসংখ্য পাপ, আমরা প্রতিদিন জেনে-শুনেই করছি ।

?ও.. মুসলিম
⏩আমরা কেমন মুসলিম?
▶এগুলো কি কোনো প্রকৃত মুসলিম এর বৈশিষ্ট্য হতে পারে?
⏩এজন্যই কি আল্লাহ তা’আলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন?

?আমরা জেনে শুনে ইচ্ছা করে এসব পাপ করার পরও কিভাবে জান্নাতের আশা করি?
?অথচ এসব পাপের পরিণতি জাহান্নাম ।

?এসব পাপের ফলে যদি আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়, তাহলে কি অন্যায় হবে?
কখনও না । এটাই উচিত শাস্তি ।

?আমরা জাহান্নামের গাড়িতে ওঠে জান্নাতে যাওয়ার আশা করছি । আজব ব্যাপার !

⭕ও.. মুসলিম ভাই-বোনেরা…
?এখনও কি নামায পড়বেন না?
?এখনও কি পাপ বর্জন করবেন না?
?এখনও কি পাপ থেকে ফিরে আসবেন না?
?আমরা কি জাহান্নামে যেতে চাই?
?আমরা কি জান্নাতে যেতে চাই না?

?তাহলে ভাই-বোনেরা, আসুন,
✔আল্লাহর কাছে তওবা করে
✔আজ থেকেই আল্লাহর হুকুম মেনে চলি । ।
✔জান্নাতের পথে চলি ।
✔পাপ বর্জন করে নেক আমল শুরু করি ।

?আল্লাহ তা’আলা বলেন,

“যে দিন কেয়ামত সংঘটিত হবে, সেদিন অপরাধীরা হতাশ হয়ে যাবে।”
[সূরা আর-রূম, আয়াত ১২]

“মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা (প্রত্যাবর্তন) কর, যাতে তোমরা সফলকাম হও।”
[সূরা আন-নূর, আয়াত ৩১]

“তোমরা নিজেদের প্রতিপালকের নিকট (পাপের জন্য) ক্ষমা প্রার্থনা করো অতঃপর তাঁর কাছে তওবা (প্রত্যাবর্তন) করো”
[সূরা হুদ, আয়াত ৩]

↩মৃত্যু আসার আগেই আল্লাহর দিকে ফিরে আসুন,,,⁠⁠⁠⁠