অনেকে নিয়মিত ছালাত ও ছিয়াম পালন করে। কিন্তু সর্বদা টাখনুর নীচে কাপড় পরে। অথচ হাদীছে আছে, টাখনুর নীচে কাপড় পরিধানকারী ব্যক্তি জাহান্নামী। উক্ত ব্যক্তির পরিণাম কী হবে?

প্রশ্ন: অনেকে নিয়মিত ছালাত ও ছিয়াম পালন করে। কিন্তু সর্বদা টাখনুর নীচে কাপড় পরে। অথচ হাদীছে আছে, টাখনুর নীচে কাপড় পরিধানকারী ব্যক্তি জাহান্নামী। উক্ত ব্যক্তির পরিণাম কী হবে?

উত্তর : ছালাত, ছিয়াম আদায় করা সত্ত্বেও যদি কেউ টাখনুর নীচে পোশাক পরিধান করে, তাহলে অবশ্যই তার ঈমানে দুর্বলতা আছে। এরা তওবা না করলে আল্লাহ তা‘আলা ক্ষমা করবেন না। রাসূল (ছাঃ) এরশাদ করেন, যারা টাখনুর নীচে কাপড় পরিধান করে, ক্বিয়ামতের দিন আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তাকে ক্ষমা করবেন না এবং তার জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি (মুসলিম হা/৩০৬; মিশকাত হা/২৭৯৫) । এতে প্রতীয়মান হয় যে, ছালাত-ছিয়ামে উক্ত কবীরা গোনাহ মাফ হবে না। কেননা পাপের কারণে মুছল্লীরাও জাহান্নামে যাবে (মাঊন ৪-৬) । যদিও তাদের সিজদার স্থান জাহান্নাম পোড়াতে পারবে না
(বুখারী হা/৮০৬) ।
আত-তাহরীক:জুন 2012